কলেজের নিয়ম কানুন
শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা : রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী শহরের একটি অন্যতম কলেজ। সমেত্মাষজনক ফলাফলের লক্ষ্যে কলেজে যথেষ্ট শিক্ষার অনুকূল পরিবেশ বিরাজমান। অত্র কলেজের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখার নিমিত্তে ছাত্র-ছাত্রীদের কিছু নিয়ম-শৃঙ্খলা মেনে চলা একামত্ম কর্তব্য। প্রতিদিন কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক (ইউনিফরম) পরা, আইডি কার্ড, লাইব্রেরী কার্ড সাথে রাখতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে। কলেজে অবস্থানকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে জড়িত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইন মোতাবেক দৃষ্টামত্মমূলক শাসিত্মর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এমনকি কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ কলেজ হতে তাকে বহিষ্কারও করতে পারে।
অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা গঠিত কলেজের ভিজিলেন্স টীম প্রতিদিন উপরোক্ত কর্মকান্ডগুলো দেখভাল করে থাকেন।
ইউনিফরম : ছাত্র-ছাত্রীর মানসিক প্রশামিত্ম কলেজের নিজস্ব পরিচিতি বহন করে। প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রতিদিন কলেজে নির্দিষ্ট ইউনিফরম পরে আসা বাধ্যতামূলক।
ছাত্রদের পোশাকের ধরণ : গাঢ় কপি রং-এর ফুলপ্যান্ট, সাদা শার্ট, কলেজের মনোগ্রাম সম্বলিত দুই কাঁধে দুইটি ব্যাজ, কালো সু। ছাত্রীদের পোশাকের ধরণ : সাদা সালোয়ার, সাধা শার্ট, কফি রং-এর টপস, দুই কাঁধে কলেজের মনোগ্রাম সম্বলিত ব্যাজ, সাদা বেল্ট, কালো পাম্প সু। অথবা কফি রং-এর বোরখা। ক্লাস উপস্থিতি : প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৭৫% উপস্থিতি থাকতে হবে। শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ৭৫% উপস্থিত শিক্ষার্থী কলেজিয়েট হিসেবে বিবেচিত হবে এবং তারা জরিমানা চূড়ামত্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষাসমূহ : উন্নত ফলাফলের নিমিত্তে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী ও নির্বাচনী এবং অনার্স ও ডিগ্রী পাস কোর্সের জন্য টিউটরিয়াল ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কলেজের অভ্যমত্মরীণ পরীক্ষায় অংশগ্রহণ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক।
ছাত্র/ছাত্রীদের জন্য অবশ্য পালনীয়
শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা : রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী শহরের একটি অন্যতম কলেজ। সমেত্মাষজনক ফলাফলের লক্ষ্যে কলেজে যথেষ্ট শিক্ষার অনুকূল পরিবেশ বিরাজমান। অত্র কলেজের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখার নিমিত্তে ছাত্র-ছাত্রীদের কিছু নিয়ম-শৃঙ্খলা মেনে চলা একামত্ম কর্তব্য। প্রতিদিন কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক (ইউনিফরম) পরা, আইডি কার্ড, লাইব্রেরী কার্ড সাথে রাখতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে। কলেজে অবস্থানকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে জড়িত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইন মোতাবেক দৃষ্টামত্মমূলক শাসিত্মর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এমনকি কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ কলেজ হতে তাকে বহিষ্কারও করতে পারে।
অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা গঠিত কলেজের ভিজিলেন্স টীম প্রতিদিন উপরোক্ত কর্মকান্ডগুলো দেখভাল করে থাকেন।
ইউনিফরম : ছাত্র-ছাত্রীর মানসিক প্রশামিত্ম কলেজের নিজস্ব পরিচিতি বহন করে। প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রতিদিন কলেজে নির্দিষ্ট ইউনিফরম পরে আসা বাধ্যতামূলক।
ছাত্রদের পোশাকের ধরণ : গাঢ় কপি রং-এর ফুলপ্যান্ট, সাদা শার্ট, কলেজের মনোগ্রাম সম্বলিত দুই কাঁধে দুইটি ব্যাজ, কালো সু। ছাত্রীদের পোশাকের ধরণ : সাদা সালোয়ার, সাধা শার্ট, কফি রং-এর টপস, দুই কাঁধে কলেজের মনোগ্রাম সম্বলিত ব্যাজ, সাদা বেল্ট, কালো পাম্প সু। অথবা কফি রং-এর বোরখা। ক্লাস উপস্থিতি : প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৭৫% উপস্থিতি থাকতে হবে। শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ৭৫% উপস্থিত শিক্ষার্থী কলেজিয়েট হিসেবে বিবেচিত হবে এবং তারা জরিমানা চূড়ামত্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষাসমূহ : উন্নত ফলাফলের নিমিত্তে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী ও নির্বাচনী এবং অনার্স ও ডিগ্রী পাস কোর্সের জন্য টিউটরিয়াল ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কলেজের অভ্যমত্মরীণ পরীক্ষায় অংশগ্রহণ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক।
All Notices
Join US-Bangla Airlines as Cabin Crew Notice
Download Join US-Bangla Airlines as Cabin Crew Fly above your limits to join the ranks of the victorious. We’re excited to announce that US-Bangla Airlines is heading to Rajshahi City for our upcoming Cabin Crew Recruitment Camp! We encourage you to apply for the...
অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সংক্রান্ত নোটিশ
ডাউনলোড করুন। সময়সূচি
অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সংক্রান্ত নোটিশ
ডাউনলোড করুন।