অধ্যক্ষ মহোদয়ের বানী
বিভাগীয় শহর ও শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী সরকারি সিটি কলেজ। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে বিশ্বমানের জ্ঞানসম্পন্ন, দেশপ্রেমিক ও মনুষ্যত্ববোধে উজ্জীবিত একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গুণগত শিক্ষার মাধ্যমে কেবল মেধার মানবিকরীকরণ সম্ভব এই সত্য রূপায়ণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ দিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের কল্যাণে কলেজে শিক্ষার্থীবন্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার মনোন্নয়নে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের পাশাপাশি নিয়মিতভাবে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। কলেজের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সরলীকরণ, নির্ভুল ও গতিশীল করার লক্ষ্যে তৈরি করা হয়েছে আধুনিক ডাইনামিক ওয়েবসাইট। প্রতিটি শ্রেণি কক্ষে সাউন্ড সিস্টেম ও মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে ক্লাস গ্রহনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমসহ নানামূখী কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও অভ্যন্তরীন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য লাইব্রেরি ও শ্রেণিকক্ষসহ কলেজ চত্বর সিসি ক্যামেরাদ্বারা নিয়ন্ত্রিত । প্রতিটি ফ্লোর ও অফিসে প্রয়োজনীয়সংখ্যক ফিল্টার প্লান্ট স্থাপনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের জন্য সুপেয় পানির সুবন্দোবস্ত করা হয়ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বান্তবায়নে কলেজের সকল বিভাগ, অফিস ও লাইব্রেরিকে অপটিক ফাইবার সংযোগের মাধ্যমে ব্রন্ডব্যান্ডের আওতাভুক্ত করা হয়েছে। কলেজ চত্বর পরিচ্ছন্ন ও শিক্ষার্থীদের মানসিক চাহিদা পূরণের জন্য কলেজ বাগানসহ প্রতিটি অঙ্গনকে নান্দনিকতার স্পর্শে অত্যন্ত মনোরোম করা হয়েছে । একাডেমিক ও সংশ্লিষ্ট সকল পরিবেশ কাঙ্ক্ষিতমাত্রায় উন্নীতকরেণর যাবতীয় প্রচেষ্টা কেবলমাত্র একটি উদ্দেশ্যকে সামনে রেখে যেন এ কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীরা ক্লাশমূখী হয়ে প্রতিথযশা , পন্ডিত ও প্রজ্ঞবান শিক্ষকদের সংস্পর্শে থেকে নিজেদেরকে পরিপর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এ ব্যপারে শিক্ষার্থী অভিভাবক, শিক্ষকসহ সকল কর্তৃপক্ষ ও সূধীজনের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। বহু মানুষের ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা রাজশাহী সরকারি সিটি কলেজ আজ রাজশাহী অঞ্চলে তথা সমগ্র দেশের একটি গর্বের প্রতিষ্ঠান। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অবদানে এ প্রতিষ্ঠান আরও গৌরবদীপ্ত সাফল্যকে স্পর্শ করবে এটিই আমাদের প্রত্যাশা।
স্রষ্ঠা সকলের সহায় হোন।
অধ্যক্ষ
প্রফেসর আমিনা আবেদীন (৪৪৬০)
রাজশাহী সরকারি সিটি কলেজ
E-mail- prin2388@yahoo.com,
SKETCH OF THE PRINCIPAL:
Educational Qualifications:
Appointment & Promotion:
Employment Record:
Training:
All Notices
শীতকালীন অবকাশ উপলক্ষে ক্লাস বন্ধ সংক্রান্ত নোটিশ।
ডাউনলোড করুন ।
মহান বিজয় দিবস-২০২৪ এর কর্মসূচি
ডাউনলোড করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি সংক্রান্ত নোটিশ।
নোটিশ ও শিক্ষাবৃত্তি তথ্য ছক ডাউনলোড করুন।